পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় নিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু। সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার রাত ৯টায় শ্রীমঙ্গল থানা ভবনে আনিসুর রহমানকে বিদায় এবং নবাগত এএসপি রাজুকে বরণ জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, এসআই অলক বিহারী গুণ, এসআই তপন কুমার দাস ও এএসআই নজরুল ইসলাম প্রমুখ।

নবাগত এএসপি সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার সকল অফিসার, স্টাফ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।