
বরিশালের গৌরনদী উপজেলা বঙ্গবন্ধু কবিতা পরিষদের আয়োজনে মঁধুমাস পালন উপলক্ষে ফলউৎসব ,বর্ষাবরন ও কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু কবিতা পরিষদের অস্থায়ী মিলনায়তনে বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডা.মনিশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরন সাঙ্কৃতিক সঙ্ঘর সভাপতি প্রাবন্ধিক, কবি কাজী বোরহানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু কবিতা পরিষদ কেন্দ্রিয় কমিটির সিনিয়র সদস্য শিকদার রেজাউল করিম, অধ্যাপক আ. হাকিম, মো. আনিচুর রহমান মিয়া, গার্লস কলেজের প্রভাষক মাসুদ করিম, কবি বিএম বেলাল, টরকি বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন। বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারন সম্পাদক মুশফীক শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি আবদুল শাহ্-আলম, কবি শেখ খলিলুর রহমান, কবি হাছান আকন, উৎপল চক্রবর্তি, তরুন চক্রবর্তি, আবদুল মতিন, কবি জান্নাত, কবি শাহাবুদ্দিন, প্রাবন্ধিক কবি সোহরাফ হোসেন, কবি বিনয় চন্দ্র রৃষি, বিনয় কৃষ্ণ শিয়ালী, মো, লিমন হোসেন-প্রমূখ।
কবি জান্নাৎ জানান ঙ্গবন্ধু কবিতা পরিষদের আয়োজনে মঁধুমাস পালন উপলক্ষে ফলউৎসব অনুষ্ঠানে আম, কাঠাল, পেয়ারা, কলা, লটকন ফল-সহ প্রায় ১২থেকে ১৪আইটেম’র ফলাহারের মাধ্যমে অনুষ্ঠান স্থল কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিনত হয়।
মন্তব্য করুন