পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ অক্টোবর দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসিস) কলাপাড়া উপজেলা নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসিস)র সভাপতি মুসুল্লিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মুন্সি, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, প্রধান শিক্ষক ও সহ-সভাপতি মাহাবুব উল্লাহ লিটন, মোহাম্মদ সাইদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. ইব্রাহিম,বানী কান্ত শিকদার, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ নুরুল হক, শরীফুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারসহ সম্পাদক সাইফুল ইসলাম গাজী, অর্থ সম্পাদক কাওসার হোসেন, প্রচার সম্পাদক ফেরদাউস মিয়া, ইদ্রিস হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মো.সোলাইমান, আবুবকর সিদ্দিক, সদস্য সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউসার হামিদ বলেন, উপজেলার শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। উপজেলার মাধ্যমে শিক্ষা মানসম্মত এবং যুগ উপযোগী করতে সকল শিক্ষকদের সহায়তা কামনা সহ শিক্ষক দিবসে সকল শিক্ষকদের অভিনন্দন জানান তিনি।
মন্তব্য করুন