রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় রাঙ্গাবালী উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকদের নিয়ে রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। “শিক্ষার আলোয় গড়বো স্মার্ট বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গাবালী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়।