সত্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৫ অক্টোবর) নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাম, এবং সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
তিনি বলেন, “শিক্ষক সমাজের মূল শক্তি। জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। আপনারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা গড়ে তুলছেন। আপনাদের কর্মকাণ্ড জাতির ভবিষ্যতের জন্য অনন্য অবদান রাখছে।”
শিক্ষক সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, “আজকের শিক্ষক দিবস থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারক সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কিন্ডারগার্টেনগুলো যেন বৈষম্যের শিকার না হয়। দেশের প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আমাদের শিক্ষকদের সরকার থেকে কোনো সম্মানি বা মূল্যায়ন দেওয়া হয় না। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত, যা দূরীকরণ করা প্রয়োজন।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সানিডেল স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ মো. আনিসুর রহমান (আনিস) ,এম ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ শফি উদ্দিন,প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ শরিফুল ইসলাম মানিক,রফিক রাজু স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তাক,শহীদ ক্যাডেটের প্রধান শিক্ষক আসাদুল্লাহ শাহীন,লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আজিম মিয়া,উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম,রেসিডেন্সিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ জাকারিয়া ইসলাম,শহীদ স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা গণ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগায়।
মন্তব্য করুন