আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী-দুমকি-মির্জাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ শুক্রবার(২৩জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীতা ঘোষণা দেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন -অর-রশীদ হাওলাদার। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করে বক্তব্য দেন।

মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ তৃনমূল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কাজ করার অভিব্যক্তি জানিয়ে তিনি বলেন, বিগত দিনে মানুষের কল্যানে কাজ করেছি আগামীতেও কাজ করতে চাই। এ সময় তিনি উন্নয়নমুলক কাজের লিফলেট তুলে দেন সাংবাদিকদের হাতে।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা,দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান হাওলাদার,আওয়ামী লীগ নেতা মোঃ মোসলে উদ্দিন মিন্টু,মোঃ আইয়ুব আলী মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ইলেকট্রিক, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যায়ন করবেন। মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।