ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্ক ফোর্স কমিটির’ একটি প্রস্তুতিমূলক সভা পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, মোট ২২ দিন ধরে চলা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রু.দা.) এ.কে.এম সফিকুল ইসলাম, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, যেমন আঙ্গারিয়া ইউপি’র মোঃ জিল্লুর রহমান সোহরাফ, লেবুখালী ইউপি’র মোঃ খলিলুর রহমান, এবং মুরাদিয়া ইউপি’র হাফিজুর রহমান ফোরকান। সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় গুরুত্বারোপ করা হয় যে, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর/২০২৫ পর্যন্ত এই ২২ দিন ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, বিপণন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মন্তব্য করুন