কলাপাড়ায় একটি মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। বুধবার দুপুরের দিকে নাচনাপাড়া বনে এটি অবমুক্ত করা হয়।
এর আগে বুধবার সকালের দিকে বন বিড়ালটি টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার আন্ধারমানিক নদী সংলগ্ন এলাকা থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, মেছো বিড়ালটি মাঝ বয়সী। এটি আন্ধারমানিক নদী সংলগ্ন একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দি করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বন বিভাগের সহায়তায় মেছো বিড়ালটি উদ্ধার করে এরপর বনে অবমুক্ত করা হয়।