
পাবনার ভাঙ্গুড়ায় হিটস্ট্রোকে জহুরা খাতুন (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতুয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। এদিকে ধান কাটতে গিয়ে ওই গ্রামের আরও দুইজন হিটস্ট্রোকে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে , গৃহবধু জহুরা খাতুন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মাঠে ধানের খড় শুকাচ্ছিলেন। এসময় প্রচন্ড গরমে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মাঠে ধান কাটতে গিয়ে ওই গ্রামের সুরুজ(২২) ও সাইদুল(৬০) নামের দুইজন হিটস্ট্রোকে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
ইউপি সদস্য আক্কাস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন