‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘কন্দাল ফসল’ উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মাঠে কৃষি মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন।

উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব ও মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। মেলায় ‘কন্দাল ফসল’র ৭টি ষ্টল ঘুরে দেখেন অতিথিরা।