
বরগুনার বেতাগীতে সরকারি ব্রীজের পুরনো মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে মোকামিয়া বাজার থেকে সরকারি ব্রীজের পুরনো মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন- বাবুল মৃধার ছেলে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা(২৬), ফারুক খানের ছেলে মো. আল-আমিন(২৬), আব্দুল কুদ্দুছের ছেলে ছাইদুল মৃধা(২৫), মতিউর রহমানের ছেলে মো. সাকিল(১৯), মাহাবুব(৩০) পিতা অজ্ঞেয়াত, মাছুম(৩০) পিতা অজ্ঞাত, আব্দুল করিমের ছেলে রাইহান(২৪)। লিখিত অভিযোগের ভিত্তিতে শাওন মৃধা ও ভাঙ্গারি ব্যবসায়ী মতি হাওলাদারকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি মোতাবেক বরিশালের কাশিপুর থেকে চুরি হওয়া সরকারি ব্রীজের পুরনো প্রায় ২ টন মালামাল উদ্ধার করা হয়। শনিবার ১৫ এপ্রিল মো. শাওন মৃধাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকায় মতি হাওলাদারকে ছেড়ে দেয়া হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বেতাগী থানার মামলা নম্বর- ০৪, তারিখ- ১৪/০৪/২০২৩ খ্রি:
-আরএইচবি/কে.বি/১৫.০৪.২০২৩ইং
মন্তব্য করুন