
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উচাঙ্গসংগীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় বিজয় অর্জন করেছেন বরিশালের গৌরনদী পৌর সভার সুন্দরদী মহল্লার প্রণামী পোদ্দার।
উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী প্রণামী পোদ্দার প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগীতায় খ গ্রুপে প্রথমস্থান লাভ করে। পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান অর্জন করে। গত ৫ ও ৬ জুন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় প্রণামী পোদ্দার তৃতীয়স্থান অর্জন করেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের কণ্যা।
মন্তব্য করুন