আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারের চৌরাস্তায় গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

গণসংযোগে রবিউল ইসলাম বলেন, চব্বিশের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। তবুও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না? আপনারা শহীদ পরিবারের মতামত নিন। আহত পরিবারের মতামত নিন। তারা যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করুন।

এরআগে রবিউল হাসানের আগমন উপলক্ষে উপজেলা সদরে একটি মিছিল করেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।