বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোয়ালিয়া পক্ষিয়া চরখালী            (বি. পি. সি) স্কুল এন্ড কলেজে এসে বৃক্ষরোপন করলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

আজ সোমবার গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন, শোভাযাত্রার আয়োজন করা হয়।সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সোমবার পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।সে সময় উপস্থিত ছিলেন কোরালিয়া পক্ষিয়া চরখালী ( বি. পি. সি) স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন,সিনিয়র শিক্ষক আতিকুর রহমান হিরন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের গলাচিপার ব্রাঞ্চ ম্যানেজার অজিত কুমার দেবনাথ,সহকারী ব্রাঞ্চ ম্যানজার( হিসাব) আবদুস সালাম আরও ছিলেন স্কুল-কলেজের কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।