পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ১৯ জন নারী উদ্যোক্তাদের মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপকারভোগীদের হাতে এ উপকরণ তুলে দেন। এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় প্রান্তজনের বাস্তবায়নে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২-এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসব উপকরণের মধ্যে আছে সৌরচালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২টা সেচ পাম্প, ৬টা সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। প্রতি পাম্প মেশিন ৩জন নারী পরিচালনা করবেন। মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবেনা। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে।

এ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ূন কবির, সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক এবং প্রান্তজনের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রান্তজন নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। যা একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় কলাপাড়ার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২ প্রকল্প বাস্তবায়ন করছে।