
দীর্ঘ ৭ বছরের বেশি সময় পর ঘোষণা হতে পারে বরিশাল মহানগর ও জেলা যুবদলের কমিটি। তাই কমিটির পদ পদবি পেতে ঢাকায় কেন্দ্রে দৌড় ঝাপ শুরু করেছে বরিশালের অনেক যুবদল ও ছাত্র দল নেতা।
দীর্ঘ ৭ বছরের বেশি সময় পর কমিটি গঠন হবে এমন খবরে অনেকেই খুশি। গেলো কমিটি গঠনের সময় অনেকে বাদ পরে থাকা নেতাকর্মীর আশার আলোয় জাগিয়েছে।
তবে গেলো ২৮ অক্টোবর পর যেসব নেতাকর্মী স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মাঠে বেশি উপস্থিতি ছিলো তারাই কমিটিতে স্থান পাবে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
অপরদিকে বাদ পড়তে পারেন ২৮ অক্টোবর পর থেকে মাঠে কিংবা কোন আন্দোলন সংগ্রামে ছিলোনা ঐ সব নেতাকর্মী। এমনকি বাদ পরতে পারেন আওয়ামী ঘোরনার নেতা কর্মী। সেই সাথে বাদ পরতে পারেন মাদক সেবন সহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে এমন নেতাকর্মী।
এদিকে গত ১৬ বছরে অনেক নেতাকর্মী পুলিশে আটক এড়াতে ফেইসবুক ছবি আপলোড না দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে পদ পেতে পারে বলে জানাগেছে।
খোজ নিয়ে জানাযায় বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটিতে পদ পেতে ঢাকায় দৌড় ঝাপের পাশাপাশি ঢাকায় অবস্থান করছে প্রায় দুই ডজনের বেশি নেতাকর্মী। পাশাপাশি নেতাকর্মীরা নিজের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে বরিশাল জেলা যুবদল কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বরিশাল বড় জেলা হওয়ায় উওর জেলা ও দখিন জেলা দুটি কমিটি রয়েছে। তবে এবার কেন্দ্র চায় জেলার দুটি কমিটির পরিবর্তে একটি কমিটি দিতে।
উত্তর জেলা যুবদলের কমিটির বিগত আন্দোলন সংগ্রামে ভুমিকা না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এবার নতুন কমিটিতে জেলায় যাদের নাম শোনা যাচ্ছে সভাপতি পদে বর্তমান জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এড. হাফিজ উদ্দিন বাবলু। সাধারণ সম্পাদক পদে আসীন হতে চায় বর্তমান ছাত্রদল নেতা থেকে শুরু করে যুবদল নেতারা।
সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী উওর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পিকলু জোমাদ্দার, এড.তারেক আল ইমরান, সাইফুল ইসলাম সুজন,নুরুল আমিন কয়েস সহ বেশ কয়েকজন। তবে এর মধ্যে নুরুল আমিন কয়েস ২০১৮ এর জাতীয় নির্বাচন থেকে রাজনীতির মাঠে সক্রিয় ছিলো না বলে সূত্র নিশ্চিত করেছেন। এইচ এম তসলিমের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তসলিম জাপা কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপসের ছোট ভাই। আরেক ভাই কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদের ভাই।
এছাড়াও তসলিমের বিরুদ্ধে রয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষ পাতিত্ব করা। যাহা একটি ভিডিও ভাইরাল হয়। এমনকি জেলা যুবদলের কমিটিতে গঠনে এমন ব্যক্তিকে যুক্ত করেছে। যেসব ব্যক্তি গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলোনা।
এদিকে জেলা যুবদলের আরেক নেতা পিকলু। বিগত আন্দোলন সংগ্রামে পিকলুর ভূমিকা ছিলোনা বলে চলে। পিকলুর ভাইয়েরা আলীগের রাজনীতির সাথে জড়িত। গত ৫ আগষ্টের পর পিকলু হিজলা মেহেন্দীগঞ্জ এলাকায় চর দখল সহ চাদাবাজীর অভিযোগ উঠেছে।
তাছাড়া বিগত দিনে আন্দোলন সংগ্রাম মাঠে সক্রিয় ছিলোনা উওর যুবদলও। তবে দক্ষিণ যুবদলের সাথে মাঝে মধ্যে দলীয় কর্মসূচিতে যোগদান করত উত্তর যুবদল সভাপতি সম্পাদক পিকলু সহ কয়েকজন। জেলা যুবদলের সভাপতি পদ প্রত্যাশি এড.হাফিজ উদ্দিন বাবলু জানান গত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে ছিলেন। এতে সে মামলা হামলার শিকার হয়েছ। সে আশাবাদী এবার দল ত্যাগীদের মূল্যায়ন করবে।
বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটিতে ঠাই পেতে অনেকেই দৌড় ঝাপ শুরু করেছেন কেন্দ্রে। এতে সভাপতি পদে পেতে দৌড়ে আছে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদকj মাসুদ হাসান মামুন। এই দুজনের নাম ডাক বেশি শোনা যাচ্ছে। এই দুজন সভাপতি পদে আসীন হতে চায়। সাধারণ সম্পাদক পদে কেন্দ্রে জোর তদবির চালাচ্ছে বর্তমান ছাত্রদল সহ যুবদল নেতারাও। সাধারণ সম্পাদক পেতে দৌড়ে আছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড.মাজাহারুল ইসলাম জাহান, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্না ও মোঃ রুবেল, অভি, তৌহিদুল ইসলাম, রিয়াজুর রহমান রিয়াজ, সহ অনেক নেতা কর্মীরা । মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে দৌড়ে আছেন আরিফুর রহমান মুন্না।
তবে মুন্না ছাত্রদলের কমিটি গঠনের সময় বাদ পরায় প্রায় ৬ বছর রাজনীতির মাঠে নিস্ক্রিয় ছিলো বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। কিন্তু ৫ আগষ্টের পর থেকে কমিটিতে ঢুকতে ঢাকায় দৌড় ঝাপ শুরু করেছেন। দৌড়ে আছেন রিয়াজুর রহমান রিয়াজ। রিয়াজ ২০০৭ সাল থেকে দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় ছিলো। ২০২২ সনে বরিশাল মহানগর বিএনপির কমিটিতে ফারুক ও জাহিদ আসীন হয়। এতে করে রিয়াজুর রহমান রিয়াজ ২৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হয়ে রাজনীতিতে সক্রিয় হয়।
বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি রেজাউল করিম রনি জানান স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছি। এতে করে মামলা হামলার শিকার হয়েছি। এমনকির্্যাবের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে। সে আশাবাদী দল তার ত্যাগকে মূল্যয়ন করবে।
দলীয় সূত্র জানান, দীর্ঘ ৭ বছরের বেশি সময় পর বরিশাল জেলা যুবদল ও মহানগর যুবদল কমিটি গঠন হবে। এতে করে পদ পদবি পেতে অনেকেই আগ্রহী। বিগত দিনে বরিশালে যুবদলের গঠিত হওয়া কমিটি ছিলো পকেট কমিটি। এতে করে অনেকেই কমিটি থেকে বাদ পড়ে যায়। বরিশাল জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ছিলো বিতর্কিত। নাম প্রকাশ না শর্তে একাধিক নেতা কর্মীরা জানান ২০১৭ সালের গঠিত হওয়া যুবদলের কমিটিতে ঠাই হয়েছে এমন ব্যক্তি। যে সব পদ পেয়ে কিংম্বা পদ পাওয়ার পূর্বে সরকার বিরোধী আন্দোলন দেখা যায়নি। এমনোও অনেকে পদ পেয়েছে। যারা বরিশালের বাইরে বিভিন্ন কোম্পানির চাকুরীজীবি তারাও জেলা যুবদলের কমিটি আছে । এছাড়াও এমন অনেক যুবদল নেতা নেতৃত্ব রয়েছে। তার আপন ভাইয়েরা আলীগ ও তার সহযোগী জাতীয় পার্টির রাজনীতির সাথে সরাসরি জড়িত। রয়েছে জেলা যুবদলের বড় পদ। এছাড়াও গত ৫ আগষ্টের পর অনেক যুবদল নেতা নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
এদিকে যুবদলের কমিটি নতুন কমিটি ঘোষনা হওয়া কেন্দ্র করে বরিশালে চলছে নানা কথা। দলের একটি সূত্র নিশ্চিত করেছেন আলীগ জাপা ঘোরনার কমিটিতে ঠাই হলে মাঠে আন্দোলন শুরু করবে ত্যাগীরা। এমনকি গত মাস খানেক পূর্বে কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করে মহানগর যুবদল। সেই কমিটিতে আলীগ রাজনীতি করছে এমন ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে আসীন করেছেন।
নতুন কমিটির বিষয় বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ জানান দলের দুর্দিনে মাঠে ছিলো। জীবন বাজী রেখে আলীগ সরকার বিরোধী আন্দোলন করছে। সে( মাসুদ) মনে করেন দলে ত্যাগীদের মূল্যয়ন করবে।
মন্তব্য করুন