“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগান নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে তারুন্যের উৎসব।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ফেষ্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আবদুল্লাহ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মোঃ কবির হাসান অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার প্রমুখ। এসময় জেলা প্রশাসককে প্লাষ্টিকের বোতল দিয়ে তৈরি ফুলের টব ও ডাস্টবিন উপহার দেন তরুনরা।