
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৩টায় গৌরনদী বাসস্ট্যান্ড আল-আমীন ইয়াতিম খানা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরত কামনা করে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাওলানা মো. আল-আমীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী গৌরনদী বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন সবুজ। এসময় অন্যাণ্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার রোকন মো.আনোয়ারুল ইসলাম মুস্তাফা টিপু, সক্রিয় কর্মি মো.আবদুল অয়াহিদ মাসুম, মো. বেলাল হোসেন, মো. পলাশ-সহ বিভিন্য ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মি সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসেন।
অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় বাটাজোর বধ্যভূমি মরার ভিটায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিতে আলোচনা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনের (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব মো. হান্নান শরীফ-সহ অন্যান্যরা।
সন্ধ্যায় সরকারি গৌরনদী কলেজ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এবং গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন