
পাবনার ভাঙ্গড়ায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের সিনিয়র লাইনম্যান মোঃ আলাউদ্দিন মন্ডল ( ৪৫) ভাঙ্গড়া পাওয়ার গ্রিডের ৩৩ কেভি সাবস্টেশনে কাজ করার সময় অসাবধান বশত তড়িতাহিত হয়ে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা সূত্রে খোঁজ-খবর নিয়ে জানা গেছে , বৃহস্পতিবার(২৫মে) দুপুর সাড়ে বারোটার দিকে পবিস -১ এর ভাঙ্গুড়া ৩৩ কেভি সুইচিং স্টেশনে স্পেয়ার ব্রেকারের নাট খোলার সময় আকস্মিক ভাবে বিদ্যুৎ তাড়িত হয়ে সমস্ত শরীর ঝলছে পুড়ে যায়। ঘটনার সাথে সাথে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণ জানান, তার দেহের দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে ঝলসে গেছে। তাকে সুস্থ করে তোলা কঠিন পর্যায়ে।
এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষ দর্শি পবিস-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের এ জি এম (এ এন্ড এম) মোঃ আব্দুল মান্নান জানান,বিদ্যুৎ কেভি ব্রকারের সোর্স সাইড যান্ত্রিক নাট খেলার সময় অসাবধান বশত তার শরীর বিদ্যুতায়িত হয়ে মারাত্মক ভাবে পুড়ে ঝলছে গেছে। কাজ করার সময় সবগুলি ফেডার ও বেড লাইনের সূইচ বন্ধ ছিলো কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান। অপর দিকে পবিস -১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার(ডি জি এম) মোঃ নুরুল শামসুল হুদা জানান, সূইচচিং স্টেশনে কাজ করার সময় সে বিদ্যুৎ তড়িতাহিত হয়ে মারাত্মক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ হাসপাতালে পাঠানো হয়েছে।কাজের সময় সুইস বন্ধ থাকলে দূর্ঘটনাটি কিভাবে ঘটে এমন প্রশ্নের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করে বলেন গ্রীড সেন্টানে কাজের সময় যারা ছিলেন,সেটা তাড়াই ভালো জানেন।
উল্লেখ্য, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে ও পবিস -১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের সিনিয়র লাইনম্যান আলাউদ্দিন মন্ডল
মন্তব্য করুন