
বাংলাদেশ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা বরগুনার তালতলী উপজেলা পরিষদে পায়রা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে মে) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ তালতলীর আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শাকিলা আক্তারের সঞ্চালনায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া,মোস্তাফিজুর রহমান মোস্তাক মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি,বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন পরিষদের ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে উপজেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরন, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রন করার পরিকল্পনা করা হয়। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিরুপন, নিরাপদ খাদ্য বিষয়ক সমস্যাসমূহ চিহ্নিতকরন, চিহ্নিত স্থানীয় সমস্যা সমূহের অগ্রাধিকার নির্নয়, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান সমস্যা দূরীকরন, উপজেলায় নিরাপদ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারনা এবং সর্বোত্তম পন্থা অবলম্বন করে স্থানীয়ভাবে সমাধানের বিষয়গুলো তুলে ধরেন এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যম নিরাপদ খাদ্য তৈরির পরিবেশ, জনসচেতনতা মূলক কার্যক্রম হাতে নিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মন্তব্য করুন