
‘কাব স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’– এ থীমকে ধারন করে ৫ম শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ৫ম কাব ক্যাম্পুরি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশ্ষে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মো. ফয়জুর রহমান প্রম্খু।
বক্তব্য রাখেন-বাংলাদেশ স্কাউট শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কমিশনার কল্যান দেব, জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা, প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত: আগামী ২৮ মে রাতে মহাতাঁবু জলসার মধ্য দিয়ে ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরি’র সমাপ্ত হবে।
মন্তব্য করুন