
পটুয়াখালীতে “ফিউচার ক্যাডেট একাডেমী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪” এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে “ফিউচার ক্যাডেট একাডেমী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪” এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফিউচার ক্যাডেট একাডেমী, পটুয়াখালী শাখার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান এবং ফিউচার ক্যাডেট একাডেমির চেয়ারম্যান কাজী জামিল উদ্দিন আহমেদ।
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আলী আকবর রুমেল এবং একাডেমির পরিচালক খাদিজা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পুরস্কৃত শিক্ষার্থীরা তাদের অর্জন নিয়ে উচ্ছ্বসিত হয়ে ভবিষ্যৎ সফলতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ছাত্র-ছাত্রীদের প্রতি অনুপ্রেরণা প্রদান করেন এবং তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে অবদান রাখার আহ্বান জানান। ফিউচার ক্যাডেট একাডেমী পটুয়াখালী শাখা ভবিষ্যতে এমন আরও মেধা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন একাডেমির কর্তৃপক্ষ।
এ বছর মেধা বৃত্তি পরীক্ষায় ৭১৩ জন আবেদনকারীর মধ্যে থেকে ১০০ জনকে বাছাই করা হয় এবং তাদের মধ্যে ৫ জনকে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং বাকিরা পর্যায়ক্রমে পুরস্কার গ্রহণ করেন। শেখ হাসিনা ক্যান্টনমেন্টের তাওয়াসিন মাহমুদ তাইয়োব, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের আহমেদ আব্দুল্লাহ লাবিদ, উত্তর ছায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুসাইন আজাদ,সুবিদখালী মডেল স্কুলের আব্দুল্লাহ ইমতিয়াজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মোঃ রায়হান ইসলাম নির।
পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ছাত্র-ছাত্রীদের আরও বেশি মেধা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। তারা সমাজে সফলতা অর্জনের জন্য শিক্ষার প্রতি অবিচল মনোযোগ এবং নিবেদিত পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। ফিউচার ক্যাডেট একাডেমী পটুয়াখালী শাখা ভবিষ্যতে আরও মেধা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
এই ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে তাদের মেধা বিকাশে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন