পটুয়াখালীর মির্জাগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক দিনের ওরিয়েন্টেশন ও দীক্ষা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সুবিদখালী সরকারি কলেজে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মির্জাগঞ্জের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন, উপদেষ্টা প্রফেসর লুৎফুন্নেছা ফারুক, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবির প্রমুখ। বক্তব্যের আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও স্কার্ফ দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকাল ১০ টায় এমপি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া ৯নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন রাস্তার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা প্রমুখ। এছাড়াও সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।