ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ,রফিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মেদ আহসান হাবীব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুর ইসলাম জাহিদ।

রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশন,পরিচালক মোঃ তালেবুর রহমান, তিনি বক্তব্যে বলেন তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে আমাদের একটা বড় অর্জন হয়েছে। এমন অর্জন ধরে রাখতে হলে সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধ এগিয়ে আসতে হবে।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিস বক্স, জ্যামিতি বক্স, পট ও স্কেল বিতরণ করা হয়।