
সংস্কারের জন্য আমরা অন্তর্বতী সরকারকে সময় দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবু রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা পশ্চিম জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার করতে যদি আরো বেশি সময় লাগে লাগুক তবুও আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই। আ’লীগ সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেগুলা আবার ঠিক হতে শুরু করেছে। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে দেশে যে সরকার আসবে আমরা তার অধীনে থাকতে চাই।
পশ্চিম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সদস্য সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সম্মেলন প্রাঙ্গন।
মন্তব্য করুন