
জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যৌাক্তিক সময়ে দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের পথে হাটতে হবে। এই সংস্কার করতে অর্ন্তবর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবোর্চ্চ সহযোগীতা করছে এবং ভবিষ্যতেও করবে।
শুক্রবার ১১.৩০ দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন এই গণঅভ্যুত্থানের শহীদদের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। তাদের আত্মত্যাগের মাধ্যেমেই এই বিজয় অর্জিত হয়েছে।
তিনি আরো বলেন, জামায়াত-বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধীরা এই আন্দোলনের বীজ রোপণ করলেও বিজয় এসেছে ছাত্র-জনতার হাত ধরে। আবু সাইদ, মুগ্ধ,আলী রায়হানসহ শত শত শহীদ ভাইদের আত্মত্যাগের মাধ্যেমে। আমরা এই আত্মত্যাগকারী শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের সর্বোচ্চ মর্যার আসনে রাখতে চাই।
তিনি বলেন, ৫ই আগষ্ট গণ বিপ্লবের পর থেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের জনপ্রশাসনে ঘাপটি মেরে থেকে প্রতিবিপ্লবের অপচেষ্টা করে যাচ্ছিল তাদেরকে ছাত্র-জনতা রুখে দিয়েছে তাদেরকে প্রশাসনিক পদ থেকে অপসারণ করার কাজটি দ্রুত করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তোলে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারী শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডা. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাক্ষ মো: শাহাবুদ্দিন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাক্ষ সিদ্দিক হোসাইন,এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরী সহকারী সেক্রেটারী অধ্যাক্ষ মাহবুবুল আহসান বুলবুল। অধ্যাপক আব্দুস সামাদ। মহানগরী প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স. মহানগরী সমাজকল্যান সেক্রেটারী গোলাম মুর্তজা,মহনগরী যুব সেক্রেটারী জসিম উদ্দিন সরকার।
মন্তব্য করুন