দিনাজপুরের নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯ মে শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-শেফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন মন্ডল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম । প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবার গুলোর তালিকা তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রত্যেক পরিবারের মাঝে ২ বান্ডিল টিন, ৬ হাজার টাকা, চাল,ডাল,মুড়ি সহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে।