
শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা-বাগান মন্দিরের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভাড়াউড়া চা- বাগানের মন্দির সংলগ্ন রাস্তার পাশে ক্ষেতের মধ্যে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্হানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্হলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে তিনি রাত সাড়ে ৮ টার দিকে অজগরটিকে বন্যপ্রাণী বিভাগ কার্যালয়ে হস্তান্তর করেন।
শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, সাপটিকে আপাতত বন্যপ্রাণী কার্যালয়ে রাখা হয়েছে। দু-একদিন অবজারভেশনে রেখে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।
মন্তব্য করুন