দিনাজপুরের হিলিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার (১৭মে) বিকেল ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম বাবলু, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম,পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।