আজ বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র সম্পদ রক্ষা ও এর সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শনিবার সকাল ১০ টায় গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


বিশ্ব সমুদ্র দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকূলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই প্রতি বছর ৮ জুন এই দিনে পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।

 

বক্তারা আরো বলেন, ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।
আলোচনা সভা শেষে ব্লু -গার্ড সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিস এর ইকো ফিস-২ প্রকল্পের গবেষনা সহকারী মোঃ বখতিয়ার রহমান প্রমুখ। এতে অংশ নেয় ইকো ফিস-২ প্রকল্পের সদস্যরা।