
পটুয়াখালীতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকবৃন্দ।
রবিবার(১৯ মে) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার রাঙ্গাবালী উপজেলার চরলতা মৌজায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমিতে ড্রেজার মেসিন দিয়ে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে এবং অবৈধভাবে বালুকাটা দস্যুদের বিচার দাবীতে চরলতা মৌজার বরাদ্দ প্রাপ্ত ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ছত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান আঃ রব খান প্রমুখ। বক্তারা সরকার কর্তৃক বরাদ্দ প্রাপ্ত মু্ক্তিযোদ্ধা কৃষকদের জমি অবৈধভাবে ড্রেজার মেসিন দিয়ে বালু কাটা বন্ধ এবং বালু কাটা দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেছেন।
পরে মানববন্ধনে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি পেশ করেছেন।
মন্তব্য করুন