
বিরামপুরে “একের রক্ত অন্যের জীবন, আমরা হবো রোগীর স্বজন”এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা “বিরামপুর ব্লাড ব্যাংক” স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২মে) দুপুর ২ টা উপজেলা হলরুমে কেক কাটা, ও আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উউপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ওসি সুমন কুমার মহনসহ প্রমুখ। এলাকার রক্তদাতা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সেরা রক্তদাতা হিসেবে তিন জনকে ক্রেস্ট প্রদান করা হয়। ৩৮তম ‘ও’ পজিটিভ রক্তদাতা মো.মামনুর রশিদ মামুন, ৩৫তম ‘এ’ পজিটিভ রক্ত দাতা মো.কাওছার রহমান, ২৮তম ‘বি’ পজিটিভ রক্তদাতা ও বিরামপুর ব্যাংকের এডমিন মো. আরমান আলী । বিরামপুর ব্লাড ব্যাংকের এডমিন আরমান আলী বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এ পর্যন্ত আমরা স্বেচ্ছায় ও বিনা মূল্যে দুই হাজার ব্যাগ রক্ত দিয়েছি।
মন্তব্য করুন