বরিশালের আগৈলঝাড়ায় জিঙ্ক সমৃদ্ধ রোগ বালাই তুলনামুলক কম ফলন বেশি বঙ্গবন্ধু—১০০ ধানের প্রদর্শনী মাঠের শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্র্যক ব্যাংকের অর্থায়নে সোমবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ শস্য কর্তনের আয়োজন করা হয়।

উপজেলার রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে মাঠ দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকতার্ ফারিহা তানজিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকতার্ পিযুষ রায়, উপজেলা সমবায় কর্মকতার্ আফজাল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকতার্ সুভাষ চন্দ্র মন্ডল, রাজিহার ইউনিয়ন আওয়মীলীগ সাধারন সম্পাদক মুরাদ শিকদার, ইউপি সদস্য হাবুল ঘরামী, উপ—সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম। মাঠ দিবসে ১৫০ জন কৃষাণ—কৃষাণী অংশগ্রহণ করেন।

জলবায়ু সহনশীল, জিঙ্ক সমৃদ্ধ ও ফলন বেশি হওয়ায় কৃষকরা আগামীতে এ বঙ্গবন্ধু ১০০জাতের ধানের সম্প্রসারণ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন, এসময়ে বঙ্গবন্ধু ১০০জাতের ধানের কর্তন উদ্বধোন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।