টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭২) রবিবার (২৮ এপ্রিল) নিজ বাসা থেকে নাগরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে খাস কাউলিয়া হাই স্কুল মাঠে জানাযার পর সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন,ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী বীর মো. রিয়াজ উদ্দিন তালুকদার ,ইউনিয়ন কমান্ডার বীর রহিজ উদ্দিন,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানার ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে ২ মেয়ে,২ ছেলে স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।