
শুক্রবার (২৬ এপ্রিল ) সকাল ৯টায় ইস্তিস্কার নামাজের আয়োজন করা হয়। নামাজের ইমামতি করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারি।
তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যান প্রার্থনাও করা হয়।
স্থানীয় মাশায়েখদের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রোদের আলোয় কেউ বেড় হতে পারছেন ঘর থেকে। দিনমজুর সহ নিন্ম আয়ের মানুষরা পরেছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।
মন্তব্য করুন