আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ মুসুল্লীদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে শরীক হলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।

আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপি দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের অংশ হিসেবে ২৫ রমজান গতকাল শুক্রবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সাধারন মুসল্লিদের উদ্যোগে আয়োযিত ইফতার মাহফিলে, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক এর পরিচালনায় ইফতার পূর্ব দোয়া—মোনাজাতে অংশগ্রহণ করেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ সময় তিনি সাধারণ মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত মুসুল্লীদের কাছে দোয়া কামনা করেন।

অন্যান্যের মধ্যে দোয়া মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ওই মসজিদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবঃ লিয়াকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ সরদার, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলম চাঁদ, ওসি তদন্ত জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, ইলিয়াস তালুকদার, ,গোলাম মোস্তফা সরদার, যুগ্মসম্পাদক মো: রফিকুল ইসলাম তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সাইদুল সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন সরদার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মো:শফিকুল ইসলাম টিটু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, শ্রম সম্পাদক সবুজ আকন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন দাড়িয়া, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, সহ সভাপতি আব্দুল্লাহ লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মো: ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ ও মুসুল্লীরা।

এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ নেতা বিপুল দাস, মাইকেল মালাকার, অনিমেষ মন্ডল, রনজিত বাড়ৈ খোকন, পুলিন বাড়ৈ, তারক চন্দ্র দে, নিখিল সমদ্দার, প্রদীপ লাহেড়ী উজ্জল, হরেকৃষ্ণ রায় পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দরা।