
পটুয়াখালীর কলাপাড়ায় বেপরোয়া-ইভটিজার রাব্বির ভয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কিশোরী থেকে শুরু করে নারীদের ইভটিজিং ও অসহায় মানুষের ওপর জুলুম-নির্যাতন, আওয়ামীলীগ দলীয় অফিস ভাংচুরসহ একাধিক অপরাধ কর্মকান্ড অব্যাহত রেখেছে এ যুবক। শুধু তাই নয় কলাপাড়ার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ইটবাড়িয়া পয়েন্টে বখাটে এই রাব্বির ভয়ে তটস্থ থাকে সাধারণ মানুষজন। কেউ প্রতিবাদ করলেই সরাসরি গিয়ে তাদের স্থাপনায় হামলা চালায় এ রাব্বি।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ও এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎই আবির্ভাব ঘটে এ বখাটের। একটার পর একটা অপকর্ম চালিয়ে যাচ্ছে এ যুবক। মাত্র কয়েকদিন আগে স্থানীয় আওয়ামীলীগের একটি অফিস ভাংচুর করে। এরপর বুধবার বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে সেতু পার হওয়ার সময় এক গৃহবধূকে ইভটিজিং করে এ বখাটে । কিন্তু মোটরসাইকেল থামিয়ে ওই গৃহবধূর স্বামী প্রতিবাদ করলে তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে রাব্বি। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।
আহত সোহানের পিতা মো. হালিম মিয়া জানায়, ছেলে সোহান তার সহধর্মিণীকে নিয়ে হোন্ডাযোগে সেতুর দিকে যাচ্ছিলো। এসময় বখাটে রাব্বি পুত্র বধূকে ইভটিজিং করলে ছেলে প্রতিবাদ করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে সোহানকে সাঙ্গপাঙ্গ নিয়ে প্রচুর মারধর কওে ইভটিজার রাব্বি।
ঘটনাস্থল পরিদর্শনকারী কলাপাড়া থানার এসআই আসাদ জানান, খবর পেয়ে সেতু পয়েন্টে গেলে ততক্ষণে রাব্বি পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন