পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

শুক্রবার ( ২২ মার্চ) সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে র‍্যালী শুরু করে শহরের বিভিন্ন  প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় র‍্যালী।

পরে জেলা প্রশাসকের দরবার হলে “শান্তির জন্য পানির ব্যবহার” এ প্রতিপাদ্য নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন  ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ  ওবায়দুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মোঃ তানজিল করিম।