
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের বদলিজনিত খবর মঙ্গলবার ফেইজবুকে ভাইরাল হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বদলি স্থগিত করার দাবি জানিয়ে বিভিন্ন ফেইসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষজনকে। কলাপাড়ার সাধারণ মানুষ ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনের বদলি স্থগিত করা জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এ খবর নিয়ে ফেইসবুকে কলাপাড়ার স্থানীয় মানুষ, গণমাধ্যমকর্মীরা, ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনকে জনগণের স্বার্থে কলাপাড়ায় আরো কিছুদিন থাকলে সাধারণ মানুষের কল্যাণ হবে বলে মন্তব্য করেন। ফেইসবুক পেইজে লিখে আবার তারা মন্তব্য চাচ্ছে, মন্তব্যে সবাই ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনকে মানবিক ও জনগণের স্বার্থে আরো কিছুদিন থাকার কথা উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
গণমাধ্যমকর্মী নাসির উদ্দিন বিপ্লব তার ফেইসবুক পেইজে লিখেছেন, সরকারি নানা আদেশ-নির্দেশ বাস্তবায়ন এবং শৃঙ্খলা রক্ষায় একজন পদস্থ কর্মকর্তার বদলিটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কলাপাড়ায় আপনাকে আরো কিছুদিন দরকার। আপনি যেভাবে মাঠ চষে বেড়িয়েছেন এটি একটি দৃষ্টান্তও বটে। কলাপাড়ার মানুষ আপনাকে অনেক দিন মনে রাখবে, আপনার মঙ্গল হোক।
আরেক গণমাধ্যমকর্মী জহিরুল ইসলাম মিরন লিখেছেন, কলাপাড়াবাসীর জন্য আপনার মত একজন কর্মকর্তা ভাগ্যের ব্যাপার। বদলিজনিত কারণ একজন সরকারি কর্মকর্তার জন্য স্বাভাবিক ব্যাপার বা প্রক্রিয়া তবুও এই জনপথে আপনার থাকাটা খুব জরুরী সাধারণ মানুষের জন্য। আপনি থাকুন, সুরক্ষিত থাকুক আমাদের এই জনপথ। শুভকামনা থাকবে আপনার জন্য।
বিশিষ্ট্য ব্যবসায়ী সৈয়দ মো. রাসেল তার ফেইসবুক পেইজে লিখেছেন, মানবিক ও মানবতার দেবদূত টহড় কধষধঢ়ধৎধ চধঃঁধশযধষর বদলির যে বিষয়টি শোনা যাচ্ছে আসলে আমরা সাধারণ জনতা এ বদলি চাইনা, তাহার বদলির বিষয়টি এমন সময় একটি হঠকারী সিদ্ধান্ত, আশা করি যথাযথ কর্তৃপক্ষ ঐ সিদ্ধান্তটি স্থগিত করবেন। তিনি আমাদের কলাপাড়াবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ, তাহার সাথে কলাপাড়ার আপামর জনতার দোয়া ও ভালোবাসা জড়িয়ে আছে। যে লোক সাধারণ জনতার কথা বলে সে কখনোই আমাদের মন থেকে বদলি হবে না, কলাপাড়াবাসীর পক্ষে আমি ওই বদলিজনিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে বদলি স্থগিত করে পুনরায় কলাপড়ায় তাহার স্বপদে বহাল রাখার জন্য যথাযথ কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
রাকায়েত আহসান তার ফেইসবুক পেইজে লিখেছেন, টহড় কধষধঢ়ধৎধ চধঃঁধশযধষর মো. জাহাঙ্গীর হোসেন স্যারের প্রতি কলাপাড়ার মানুষের দোয়া ও ভালোবাসা আছে। আপনার মতো সৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা খুবই কম রয়েছে। আমরা কলাপাড়ার মানুষ আপনাকে এতো তাড়াতাড়ি হারাতে চাইনা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (টঘঙ) মো. জাহাঙ্গীর হোসেনের বদলি স্থগিত করে পুনরায় কলাপড়ায় তাহার স্বপদে বহাল রাখার জন্য যথাযথ কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে আপন নিউজ. কলাপাড়া ফেইসবুক পেইজে লিখেছেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের বদলি স্থগিত করে পুনরায় কলাপড়ায় তাহার স্বপদে বহাল রাখার জন্য যথাযথ কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছেন কলাপাড়াবাসী। টহড় কধষধঢ়ধৎধ চধঃঁধশযধষর মো. জাহাঙ্গীর হোসেনের প্রতি এই এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা আছে। যে লোক সাধারণ মানুষের কথা বলে সে এই উপজেলা থেকে এতো তাড়াতাড়ি বদলি হবে না ইনশাআল্লাহ। কলাপাড়াবাসী এ বদলিজনিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
উল্লেখ্য, ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন কলাপাড়ায় যোগদানের পর থেকে সাধারণ মানুষের কাছে গিয়ে দ্রুত তার বিভিন্ন সমস্যার সমাধান, কলাপাড়ার ক্রীড়াঙ্গনকে জাগ্রত করা, নতুন খেলার মাঠ তৈরি, ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্ত করাসহ বিভিন্ন কাজে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, চাকরিটা হলো বদলির চাকরি। আমি এখনো যাইনি, বদলি জনিত চাকরির মন্তব্য অনুচিত।
###
তাং: ১৯.০৩.২০২৪ ইং: ।
মন্তব্য করুন