পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক বিমান বন্দর নির্মানের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেছেন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও গামরবুনিয়া গ্রামের জমি পরিদর্শন করেন তারা।

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক(প্রশাসন)জহিরুল ইসলামের নেতৃত্বে নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশাসন পরিচালক জহিরুল ইসলাম বলেন, এখানে পায়রা বন্দর, পাওয়ার প্লান্ট ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা রয়েছে। এছাড়া এই এলাকায় খাস জমি বেশি রয়েছে। তাই প্রাথমিকভাবে সরকারের কাছে একটি প্রতিবেদন দেয়া হবে। তবে এখানে বিমান বন্দর নির্মান হবে কিনা সেটা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই নির্ধারন করবে।