শ্রীমঙ্গলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ৭ পরিবারের মাঝে দুই বান করে টিন এবং নগদ ৬ হাজার করে টাকা বিতরন করলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

আজ শুক্রবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডে নিজ বাসভবনে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কৃষিমন্ত্রী এসব চেক বিতরন করেন।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৭ রোগীর মাঝে এসব চেক বিতরন করা হয়। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ৭ পরিবারের মাঝে গৃহ নির্মানের জন্য নগদ অর্থ ও টিন বিতরন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমুখ।