
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ভোটারদের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নিজের প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছেন কেউ কেউ। আবার কারো পক্ষে ফেসবুকে ছবি পোষ্ট করে দোয়া চাইছেন তার কর্মী-সমর্থকরা। এছাড়া শহর-গ্রামের হাট-বাজারে গিয়ে ভোটারদের সাথে হাত মিলিয়ে, আলিঙ্গন করে দোয়া চাইছেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক এসব প্রার্থীদেও উপস্থিতিতে সরব হচ্ছে ভোটাররা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯মে উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের মার্চ মাসে এ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষনার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কলাপাড়ায়। এ উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লক্ষ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।
মঙ্গলবার সরেজমিনে উপজেলার তৃনমূল এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহেনুচ্ছুক প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দোয়া চাইছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা কৃষকলীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শমিম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহিনা পারিভিন সীমা। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. নিজাম উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনেচ্ছুক প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে তামিমা বিথী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা রোজিনা আখতার, মহিলা আওয়ামীলীগের নেত্রী সালমা বেগম।
এবার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় সমর্থন পেতে লবিং, তদ্বির শুরু করেছেন, সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ বাড়ছে জেলা ও কেন্দ্রে। দলীয় নেতা-কর্মীদের কোন বাঁধা নেই তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় যুক্ত হতে। ফলে উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হওয়ার ইঙ্গিত মিলছে।
তবে বরাবরের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ, ডামি, চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবীতে রাজপথের আন্দোলনে রয়েছে বিএনপি, তাই উপজেলা পরিষদ নির্বাচনেও মাঠে নেই বিএনপি। জাতীয় পর্টিরর তেমন সাড়া নেই কলাপাড়ায়। আলোচনায় নেই জাসদ (ইনু), কংগ্রেস পার্টি, তৃনমূল বিএনপিসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া অন্য কোন রাজনৈতিক দলের।
মন্তব্য করুন