কুয়াকাটা পৌর মেয়রের আয়োজনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া, রাঙ্গাবালী,মহিপুর, কুয়াকাটা) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব। সোমবার (৮ জানুয়ারী) বিকেলে কুয়াকাটা পৌর চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পৌর শহর এলাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -০৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জনাব আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের উদ্যোগে বিজয় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ কুয়াকাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়া।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আপনাদের কারনে মনোনয়ন পেয়েছি এবং আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। গত দিন গুলোতে আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামীতেও সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেন। সংবর্ধনা শেষে দোয়া মোনাজাত করা হয়।