
বিপুল উৎসাহ উদ্দীপনা, জাকঁজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হয়েছে।
বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র প্রমুখ।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬৯টি গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদপাপিত হয়েছে। বড়দিন উৎসবে অপরূপ সাজে সেজেছে গির্জাগুলো। আলপনা একে নতুন করে রং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গির্জাগুলো সাজাতে মেয়েরা আলপনা একে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সদস্য শাকিল পামথেত বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উৎসব পালন করেছি। সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ৬৯টি গির্জা রয়েছে। সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
তবে শ্রীমঙ্গল উপজেলায় বড়দিন উপলক্ষ্যে সকাল ১০টায় সবচেয়ে বেশি ভক্তদের সমাগম ঘটে শ্রীমঙ্গল শহরের সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের প্রার্থনা সভায়।
মন্তব্য করুন