
নির্বাচনে যারা প্রার্থী তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। মতবিনিময়ে প্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। কীভাবে সেগুলো নিরসন করা যায় সেই গাইডলাইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে।
রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেটা এই মূহুর্তে বলা যাবে না। কিন্ত আমরা, প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবেই এবং ভোটাররা আসবেন। সেই বিশ্বাস, প্রত্যয় আমাদের আছে।’
আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদি কোনো আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে বা ব্যত্যয় হয়ে থাকে অথবা কোনো রকম সহিংসতা হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনী যেন ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের চেষ্টায় নির্বাচন সফল হবে।
সিইসি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। মতবিনিময়ে প্রার্থীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। কীভাবে সেগুলো নিরসন করা যায় সেই গাইডলাইন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে।
কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সিইসি আরও বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে প্রথমে সতর্ক করা হবে। কিন্তু একই ঘটনা ঘটতে থাকলে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না কমিশন। তাই প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেননা, প্রার্থীরা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তাদের যদি পারস্পরিক আস্থা না থাকে, সঠিক আচরণ না করেন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। তবে প্রার্থীরা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। ফলে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি।
মতবিনিময় সভা শেষে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।
মন্তব্য করুন