গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে উপজেলাবাসী।

পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে শ্রীপুর শত্রুমুক্ত হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদের ক্ষণিকার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।