
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক হয়েছে৷ নওগাঁর নিয়ামতপুরে ফারুক হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় একজন সদস্যকে আটক করেছে৷ জানাযায় আজ মঙ্গলবার ০২ মে ২০২৩ ইং অনিল মুরিয়ারী বাজাজ সিটি (১০০ সিসি) মোটরসাইকেলটি চৌরাপাড়া ব্রীজ সংলগ্ন রেখে ধানক্ষেতে যান। এদিকে ফারুক হোসেন চোর চক্রের সদস্য মোটরসাইকেলটি স্টার্ট দিয়ে ধানসুরা রাস্তার দিকে চলে যায়। অনিল মুরিয়ারী চিৎকার করতে করতে রাস্তায় আসলে নিয়ামতপুরের দিক থেক আসা একটি মোটরসাইকেল নিয়ে পিছনে ধাওয়া করিলে কিছুদুর যাবার পর মোটরসাইকেলটি বন্ধ হওয়ায় ফারুক হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে জনগণ আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়েযায়৷ নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ফারুক হোসেনের সঙ্গে থাকা আরেকজনকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন