
শ্রীমঙ্গল পৌরসভা এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখতে মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিউট ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়ার নির্দেশনায় মশক নিধন কার্যক্রমে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে তিনি সরজমিন উপস্থিত থেকে চা গবেষণা ইনস্টিটিউটসহ চা-কারখানার আশপাশ, অফিস ও বাসা বাড়ির আঙ্গিনা এবং বিভিন্ন সড়কের পাশে ড্রেনগুলোতে মশা মারার ওষুধ স্প্রে করেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সাথে উপস্হিত ছিলেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, পৌর কাউন্সিলর মো. আলকাস মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার মেয়রের নির্দেশে আমরা প্রতি বছর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনে মশার ওষুধ স্প্রে করে থাকি। শ্রীমঙ্গল পৌরসভা এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন