
গাজীপুরের শ্রীপুরে কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে বিদ্যাবন শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন উদ্দিন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রম ও কল কারখানা অধিদপ্তরের উপদেষ্টা পরিচালক আহম্মেদ বেলাল, বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশনের পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, শ্রমিক নেত্রীবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন