
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গলে ১০ জন হতদরিদ্রের মাঝে রিক্সা বিতরন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরী, শিক্ষক নেতা জহর তরপদার প্রমুখ।
পরে উপকারভোগীদের মাঝে ১০ টি রিকসা বিতরন করেন প্রধান অতিথি মো. আব্দুস শহীদ এমপি।
মন্তব্য করুন